বতিপতি মোহন ন, শিরে পব কুসুমিত,
কুঞ্চিত কেশে।
নানা রতন, অরুণ গুঞ্জা ফল
তহি কত চরণে বিশেষে।।
আজু নন্দ-নন্দন চলি কি বনানে।
নয়ান অপাঙ্গ, মদন-কোটি মোহিত
তরুণী কোটি করু অমিয়া-সিনানে।।
চন্দন তিলক, ভালে পরে বিলক্ষণ,
মৃগমদ হিম কর অঙ্গে।
উপরে কুটিল, অলকা লহু লোলন,
অবলা দুকুল কলকে।।
বদন-সরোরুহ ভ্রমরা ভ্রুভঙ্গি
হিয়ে কিয়ে ছোটী কপাট।
জ্ঞানদাস কহ, অপরূপ দেখহ,
চলইতে নটবর নাট।