বদন ঢাকহ নিজ বসনে।
কি জানি গগন হৈতে রাহু আসি অবনীতে
চাঁদ বলি করয়ে ভক্ষণে।।ধ্রু।।
ভ্রমর চকোর আসি কমল অথবা শশী
ভ্রমে পাছে আসে দুই জনে।
যদি বল নিজ করে নিবারিয়া দিব তারে
ও থল কমল তাহে জিনে।।
দু-টি হাতে দশ-চন্দ তাহাদের মতি মন্দ
নিবারণ করিবে কেমনে।
ভুরু ধনু ধুনাইব তাদেরে দেখিয়া নিব
তোর এ উচিত নহে মেনে।।
বাম-হাতে ধরি গিরি রাখিল গোপের নারী
কাতর হইল যার বাণে।
পতঙ্গ আর তনু নাই তাদের মারিবি রাই
এই ভয় বড় লাগে মনে।।
সখীর বচন শুনি লাজ বড় পাল্য ধনী
অধোগতি করিল বদনে।
আমার বচন রাখি ধীরে ধীরে চল সখি
নিমানন্দ দাস কবি সনে।।