বদন সুন্দর যেন শশধর
উদিত গগনে হয়।
ছটার ঝলকে পরাণ চমকে
তিমির পাইল ভয়।।
নয়ান-চাহনি বিষের ধায়নি
তিখিন তিখিন শর।
দেখিয়া অন্তর উপজিল জ্বর
মদন পাইল ডর।।
সই, কে বলে কুচযুগ বেল।
সোনার গুলি শোভিছে ভালি
যুবা বধিবার শেল।। ধ্রু
আজানুলম্বিত করিকর মত
কনক ভুজ যে সাজে।
হেরিয়া মদন গেল সে সদন
মুখ না তুলিছে লাজে।।
মাঝা খিন তার সিংহের আকার
নিতম্ব বিমান চাকে।
চরণ কমলে ভ্রমরা বুলয়ে
চৌদিকে বেড়িয়া ঝাঁকে।।
পদযুগ রাজে যাবক যে সাজে
মিহির শোভিত জনু।
চণ্ডীদাসে কয় কি জানি কি হয়
দেখিতে নারিলু তনু।।