বন্ধু আর কি ছাড়িয়া দিব।
হিয়ার মাঝারে যেখানে পরাণ
সেখানে বান্ধিয়া থুব।।
ও চাঁদ মুখ সদা নিরখিব,
শোক না করিব আর।
তোমা হেন নিধি, পুন দিল বিধি,
পূরল মনের সাধ।।
হিয়ার বাহির, আর না করিব,
থুইতে নাহিক ঠাই।
হারা হইলে পুন অলপ পরাণে
চাহিয়া পাইতে নাই।।
সন দড়ি দিয়া, বাঁন্ধিব তোমার,
দুখানি চরণারবিন্দ।
কেবা নিতে পারে আমার বন্ধুয়া
পাঁজরে কাটিয়া সিন্ধ।।
কতেক যতনে, পায়্যাছি রতনে,
রাখিতে নারিনু কোলে।
তাহা পাপ চিত, বিধি বিড়ম্বিত ,
জ্ঞানদাস ইহা বোলে।।