বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান।
আহিরী রমণী কুলে দিল সমাধান।।
হরিল সবার মন মুরলীর তানে।
সতী কুলবতী হেন বধিলে পরাণে।।
তোমার মুরলীরব শুনিয়া শ্রবণে।
যুবতী তেজিয়া পতি প্রবেশে কাননে।।
অপরূপ শুনিয়াছি মুরলীর নাদ।
শিখিব বিনোদ বাঁশি করিয়াছি সাধ।।
শিখাও পরাণ-বন্ধু যতনে শিখিব।
জানাইয়া দেহ ফুক মুরলীতে দিব।।
অঙ্গুলী লোলায়ে বঁধু দেহ হাতে হাত।
বাজাইতে শিখাইয়া দেহ প্রাণনাথ।।
যে রন্ধ্রে যে ধ্বনি উঠে নিশ্চয় করিয়া।
জ্ঞানদাস কহে বাঁশি দেহ শিখাইয়া।।