বন্ধের লাগি হইলাম উদাসিনী ও প্রাণ সজনী।
(চিতাঙ্গ) বন্ধুয়ার ভাবে জীবন গেল ভবে মিছামিছি হইলাম কলঙ্কিনী।।
আমি ত অবলা নারী যৌবন জ্বালায় জ্বলিয়া মরি যৌবন হইল প্রাণের বৈরী।
কি করিব কোথায় যাব প্রাণ বন্ধুরে কোথায় পাব কে মোরে করিব মেহেরবানি।।
বন্ধের কথা মনে হইলে বুক ভাসিয়া যায় নয়ন জলে ঝুরিয়া মরি দিবস ও রজনী।
কি যাদু করিল মোরে জীবিত প্রাণে থাকি মইরে মরিলে কি পাব গুণমণি।।
আহারে নিদয়া বন্ধু দয়া নাই তোর এক বিন্দু দয়াল নাম তোর ভবার্ণবে শুনি।
কারে মার কারে বাচাও প্রেমের মরা কলে নাচাও যেন তুমি দিবস ও যামিনী।।
কালা শায় কয় আরে মন শান্ত কর এ জীবন কদম তলায় শুন বন্ধের ধ্বনি।
নিত্য আসে নিত্য যায় কদম ডালে মনচুরায় সঙ্গ লইলে হইবায় ধনের ধনী।।