বলরামের কর লৈয়া গোপালেরে সমর্পিয়া
পুন পুন বলে নন্দরাণী।
এই নিবেদন তোরে না যাবে কালিন্দীতীরে
সাবধান মোর নীলমণি।।
রামেরে লইয়া কোরে সিঞ্চয়ে আঁখির নীরে
পুনপুন চুম্বে মুখখানি।
সভার অগ্রজ তুমি তোরে কি শিখাব আমি
বাপ মোর যাইয়ে নিছনি।।
বলাই রাণীর পায়ে পুন পুন প্রণময়ে
পুনপুন রাণী কোলে করে।
যাইতে না পারে বনে বান্ধিল রাণীর প্রেমে
কহে কথা গদগদ স্বরে।।
কিছু ভয় নাহি মনে ঘর যাই দুইজনে
সকালে খাইবা অন্নপানে।
সংবাদ পাইলে তবে আমরা খাইব সবে
মাধব কহয়ে সাবধানে।।