বলরাম কহে নটবর কাছে
এমন কেন বা হাল।
কতি না পড়ল মধুর মুরূলি
পিতধড়া আর মাল।।
চরণ-নপুর পড়ে এক ঠামে
ভাঙ্গিয়া বিনোদ চূড়া।
কতি না পড়ল বসন-ভূষণ
নানা মালতির বেড়া।।
ঘাঘর ঘণ্টিকা বঙ্করাজ আর
মাণিক পদক কোথা।
মুকুতা গাথুনি দুসারি মাণিক
দেখিঞা লাগয়ে বেথা।
ধূলায় ধূসর শ্যাম-কলেবর
কমল নয়নে ধারা।
কিসের লাগিঞা হেনক দুর্গতি
কহত বচন সারা।
ফুলের বাগানে একেলা থাকহ
আছয়ে শার্দ্দুল আদি।
একলা গহন কাননে বসিয়া
এখানে কি গুণ সাধি।।”
চণ্ডীদাস বলে— বিনোদ নাগর
জানয়ে কতেক ছলা।
ফুলের বাগানে বসিয়া নাগর
গাথি মনোহর মালা।।