বলরাম বলে–“ভাই এ নহে উচিত ।
তোমা না দেখিয়া ঘরে আইনু তুরিত
কানুর মুরলি রাই রাই করে গান।
ভাই ভাই বলিয়া……….বলরাম।।
ভাই নাম শুনিয়া তুরিতে আইনু ধায়া।
কেন বা এমন গতি কহত কানাঞা।।
প্রভাতে উঠিয়া তুমি গেলা কন ভিতে ।
কাতর দৈবকি মায়ে কুজি আচম্বিতে।।
ঘরে ঘরে নগর খুঁজিয়া প্রতি লোকে।
তোমা না দেখিয়া মায়ে পড়িলা বিপাকে।।
বসুদেব দৈবকী কাতর আছে মনে।
তুরিতে গমন কর”— চণ্ডীদাস ভনে।।