বাঁশী বাজান জানো না। অসময়ে বাঁজাও বাঁশী পরাণ মানে না।।ধু
যখন আমি বৈসা থাকি গুরুজনার কাছে। তুমি নাম ধৈরা বাজাও বাঁশী আমি মরি লাজে।।
ওপার হৈতে বাজাও বাঁশী এপার হৈতে শুনি। অভাগিয়া নারী হাম হে সাঁতার নাহি জানি।।
যে ঝাড়ের বাঁশের বাঁশী সে ঝাড়ের লাগি পাঁও। জড়েমূলে উপাড়িয়া যমুনায় ভাসাও।।
চাঁদকাজী বলে বাঁশী শুনে ঝুরে মরি। জীমুনা জীমুনা আমি না দেখিলে হরি।।