বাজত সব গোঠ বাজনা
সাজল বলবীরে।
মদ ঘুর্ণিত যুগল নেত্র
পাগ লটপটি শিরে।।
বালইএর মুখ নয় যেন বিধুরে।
বুক বাহি পড়ে মুখের লালা
শ্বেত কমলের মধুরে।।
গলে বনমালা বাহে ওড়িবালা
কাণে কুণ্ডল সাজে।
ধবধব ধব- লী বলিয়া
ঘনঘন শিঙা বাজে।।
নব নটবর নীলাম্বর
লম্ফে ঝম্ফে আও য়ে।
কুঞ্জর গতি মন্থর অতি
উলটি পালটি চাও য়ে।।
আপন তনু ছায়রি হেরি
ক্রোধাবেশে দোলে।
হো হো পথ ছোড়হ বলি
অঙ্গুলি ঘন লোলে।।
কর পাঁচনি কক্ষে দাবি
রাঙা ধুলি গায়ে মাথে।
কাক্কা কাক্কা কানায়া বলি
ঘন ঘন ঘন ডাকে।।
পদাঘাত মারি কহে বেরি বেরি
সুস্থিরা ভব ধরণী।
শশিশেখর কহে হলধর
পদতলে যাও নিছনি।।