বাজে ধৃংনিং ধৃংনিং বাজে ধৃংনিং ধৃংনিং
খটত্তা তাগর্‌ধো নাগর্‌ধো
নাগর্‌ধো ধুক্কা ধুন্না যে।।ধ্রু।।
বীণ উপাঙ্গ তাল সরমণ্ডল
বাজত ডম্ফ রবাব যে।
বাজে ধো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ তা
থো থো বোল মৃদঙ্গ যে।।
কনক কঙ্কণ কিঙ্কিণি কিনিকিনি
ঝননন মঞ্জীর রাব যে।
রাধাকর ধরি সুঘর শিরোমণি
নাচত কহই প্রবন্ধ যে।।
কবহুঁ তাল কহই নটশেখর
কবহুঁ চন্দ্রমুখি গাওই যে।
আনন্দ সাগরে সগণে সুধাকর
শিবরামদাস মন ভাওই যে।।