বাথান হইতে নন্দ আসি আঙ্গিনায়।
রামকৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে উভরায়।।
ধাইয়া এল রামকৃষ্ণ নন্দের বচনে।
নন্দ কহে চল আজি যাইব বাথানে।।
রাম নেরে দোহনভাণ্ড কানু নে মোর বাধা।
কর পূরে সব দিব যত আছে ক্ষুধা।।
পায়ের বাধা খুলি নন্দ দিল কৃষ্ণ হাতে।
ভকত বৎসল হরি তুলি নিল মাথে।।
পিছে যায় রামকৃষ্ণ আগে নন্দরায়।
কন্টক দেখিয়া বাধা আনরে বোলায়।।
ধাইয়া যাইয়া বাধা পরায় চরণে।
আনন্দেতে রামকৃষ্ণ আইলা বাথানে।।
নন্দ দোহয়ে গাভী কানু বৎস ধরে।
শ্যাম অঙ্গ চাটে গাভী ভাসে নয়ন নীরে।।
যত দুগ্ধ দোহয়ে নন্দ তত দুগ্ধ হয়।
নন্দ কহে আজি রাম কানাইয়ের পয়।।
দুগ্ধ ভাণ্ড লইয়া গৃহে আইলা যাদুমণি।
যাদবেন্দ্র কহে ধন্য ধন্য নন্দরাণী।।