বায়ে সখিগন বিবিধ বাজন বায়ে অতি অনুপাম রে।
মৃদঙ্গ চঙ্গ উপাঙ্গ সুমধুর সপ্ত সুর তিন গাম রে।।
কোই নাচত তাল বজায়ত নাচত শ্যামা শ্যাম রে।
আনন্দে তরঙ্গিত, বহই যমুনা এরূপ সখি-সুখ ধাম রে।।
নব নাগর কানু রাধা তরুণী। নব জলধরে কিয়ে শোভিত দামিনী।। ধু
মোহিত নারদ সুর নর মুনি মোহিত ব্রহ্মা শঙ্করে।
চাঁদে কিরণহি বিকসি কুমুদিনী শোভিত সুভগ সরোবরে।।
হংস সারস তবকি তাণ্ডব ডাহুকি-শবদ মনোহরে।
সালবেগ পিয়া নিরখি লাবণি বরণি নহি কছু যাত রে।।