বিলাস আলসে রাই উঠি বৈসে
মুকুরে বদন হেরি।
সিন্দুর চন্দন লোচনে অঞ্জন
কবরি বান্ধয়ে ফেরি।।
শিথিল বসন অঙ্গের ভূষণ
স্বেদ বিন্দু বিন্দু গায়।
হেন কালে সখি আনি আমলকী
নাহিতে লইয়া যায়।।
নাগরের সঙ্গে যায় রস রঙ্গে
সখিগণ একূমেলি।
বসন ভূষণ তীরেতে রাখিয়া
সভে করে জল কেলি।।
জল তুলি তুলি ভরিয়া অঞ্জলি
কানু অঙ্গে দেই রাই।
রসিক নাগর ফেলি দেয় জল
রাইর বদন চাই।।
করি জল খেলা যত ব্রজবালা
কুঞ্জের মাঝারে যায়।
যুগল কিশোর বৈসে বেদীপর
দাস হরেকৃষ্ণ গায়।।