বিলাস সম্বরি নাগর নাগরী
বসিলা কুসুম শেজে।
শ্রমেতে আকুল খসল দুকূল
কিশোরী বিকল লাজে।।
বিলাস মন্দিরে গবাক্ষদুয়ারে
রহিয়া সকল সখী।
মনের উল্লাসে দেখিয়া বিলাসে
শীতল হইল আঁখি।।
দেখি অবসরে সখিনী সত্বরে
পশিলা বিলাসঘরে।
দোঁহারে লইয়া যতন করিয়া
ছরম করল দূরে।।
সুশীলা সুন্দরী নীরে পূরি ঝারি
দেঅল দোঁহার করে।
উঠিয়া দুজন পাখালি বদন
বসন ভূষণ পরে।।
পালঙ্ক হইতে বসিলা সুখেতে
সুখদ আসন পরি।
বিলাস লক্ষণ করল গোপন
শেখর যতন করি।।