বিহরই নিধুবনে যুগল কিশোর।
ফাগুরঙ্গে সব হৈয়াছে বিভোর।।
চূয়া চন্দন ভরি পিচকারি।
শ্যামনাগর অঙ্গে দেওত ডারি।।
ললিতা বিশাখা আদি সখীগণ মেলি।
রাইক নিয়ড়ে কানু লেই গেলি।।
নাগর খেলই রাইক সঙ্গে।
সব সখী ডারত নাগরঅঙ্গে।।
বীণ রবাব মুরজ কপিনাস।
বিবিধ যন্ত্র লেই করয়ে বিলাস।।
কোই কোই গাওত নব নব তান।
জ্ঞানদাস হেরি জুড়ায় নয়ান।।