বিহরে শ্যাম নবিন কাম
নবিন বৃন্দা বিপিন ধাম
সঙ্গে নবিন নাগরিগণ
নব ঋতুপতি রাতিয়া।
নবিন গান নবিন তান
নবিন নবিন ধরই মান
নোতুন গতি নৃত্যতি অতি
নবিন নবিন ভাতিয়া।।
ইষত সরস মধুর ভাষ
সরসে পরশে করু বিলাস
রসবতি ধনি রস শিরোমণি
সরস রভসে মাতিয়া।
সরস কুসুম সরস সুষম
সরস কাননে ভেলি ভূষণ
রসে উনমত ঝঙ্কৃতি কত
সরস ভ্রমর পাঁতিয়া।।
মধুর কেলি মধুর মেলি
মধুর মধুর করয়ে খেলি
মধুর যুবতি মাঝে মধুর
শ্যামর গৌরি কাঁতিয়া।
কিবা সে দুহুঁক বদন-ইন্দু
তাহে শ্রমজল বিন্দু বিন্দু
আনন্দে মগন গোবর্দ্ধন
হেরিয়া ভরল ছাতিয়া।।