বেলী অবসানে বসিল ধনী।
কেনে বা কি লাগি আকুল প্রাণী।।
যেন কেহ কার করিল চুরী।
মরিতে আইসে তরাসে মরি।।
জনধন গৃহ না লয় মনে।
কি জানি কি লাগি এমনি কেনে ।।
হেনই সময়ে বাজিল ঢেরী।
ফুকারিয়া কহে সকল বাড়ী।।
প্রভাতে উঠিয়া গোকুল বাসী।
দধি দুগ্ধ ঘৃত পূরিয়া রাশি।।
কৃষ্ণ বলরাম লইয়া সঙ্গ।
মথুরা যাইবে না হয় ভঙ্গ।।
শুনিয়া বজর পড়ল শিরে।
বসন ভিজিল আঁখির নীরে।।
পিছলে চলিতে পড়িয়া গেল।
জনু হৃদি মাঝে রহিল শেল।।
বহিয়া যাইতে ডুবিল তরী।
ঐছন যেন বরজ নারী।।
কি হবে কি হবে ক্রন্দল ধনী।
মুরছি পড়ল রমণী মণি
চেতন পাইয়া উঠিল রাই।।
কহিছে কিরূপে রহে মাধাই।।
বুক মুখ বাইয়া পড়িছে লোর।
কবি বিদ্যাপতি কাঁদিয়া ভোর।।