ভগবতি দেবতি সময় সে জান।
রাইক মন্দিরে করল পয়ান।।
শূতলি দেখলি অতি বিপরীত।
গুরুজন-বচনে না মানয়ে ভীত।।
তপস্বিনী করলহিঁ কত অনুমান।
কর পরশন করি রাই জাগান।।
চমকি উঠলি ধনি থরহরি কাঁপি।
পীত বসনে সবহু তনু ঝাঁপি।
রতিবিপরীতচিন করতহিঁ গোই।
রাঙ্ক রতন জনু বেকত না হোই।।
কর জোড়ি রাই প্রণতি করু দেবী।
আজু সফল দিন তুয়া পদ সেবি।।
কামিনি কাহিনি কহু কত বন্ধে।
ভগবতি মঙ্গল দেই সুছন্দে।।
কহ কবিশেখর শুন সুকুমারি।
পীত বসন তুহুঁ রাখহ সমারি।।