ভবসাগরবর দুরতর দুরগহ
দুস্তর গতি সুবিথার।
নিমগন জগত পতিত সব আকুল
কোই না পাওল পার।।
জয় জয় নিতাই গৌর অবতার।
হরিনাম প্রণব তরণি অবলম্বনে
করুণায় করল উদ্ধার।।ধ্রু।।
অজ ভব আদি ব্যাস শুক নারদ
অন্ত না পায়ই যার।
ঐছন প্রেম পতিত জনে বিতরই
কো অছু করুণ অপার।।
হেন অবতার আর কিয়ে হোয়ব
রসিক ভকতগণ মেল।
দীন ঘনশ্যাম সোঙরি ভেল জরজর
হৃদি মাহা রহি গেল শেল।।