ভাইয়া গুণমণি মোর ভাইয়া গুণমণি।
ভাইয়া বিনু নাহি জানি দিবস রজনী।।
রাখাল নহিলে আমি রহিতে না পারি।
তিল আধ না দেখিলে প্রাণ যায় চুরি।।
দাস সখা পিতামাতা প্রেয়সীর গণে।
শ্রীদাম সুদাম করে কান্ধে আরোহণে।।
কীর্ত্তিকা সুশীলার পুত্র শ্রীদাম সুদামা।
তো কোন বড়ুয়ার বেটা তুমি আমি সমা।।
অমৃত সদৃশ দ্রব্য যদি খায় সুখে।
নাচিয়া গাহিয়া আসি দেয় মোর মুখে।।
আমার সমান বেশ আমা মোর জানে।
এইত প্রেমের বশ যাদবেন্দ্র ভণে।।