ভালের বড় তু ভামিনীর প্রিয়
ভালে সে জানল তোরে।
ভরম সরম ভাসল সকল
ভাসালে দরিয়া-পরে।।
ভাল মন্দ মোরা কিছুই না জানি
ভরসা কেবল পায়।
ভরসা অন্তরে ভাবি ভাবি তাহে
ভস্ম হইল গায়।।
ভরসা করিল ভরম সরম
ভালে সে জানিল মোরা।
ভাল মন্দ কেবা জানে ভাল মতে
এমন তোমার ধারা।।
ভৈগেল ভাবের ভরসা সকল
ভেল সে গরল-পারা।
ভাঙ্গল সকল সুখের বৈভব
ভাবিতে গণিতে সারা।।
ভিগল মরমে তোমার ভাবনা
ভালে সে পশিয়া গেল।
ভাবিতে গণিতে ভাসল সায়রে
ভণে চণ্ডীদাস ভাল।।