ভালে তুহু মাধব জানসি ছন্দ।
হাম কুলজা মুগধিনী মতি মন্দ।।
এত কহি বরিখয়ে কুটিল কটাখ।
সো নাগর মানয়ে নিধি লাখ।।
হাম বলি যাও তুয়া মুখ বঙ্ক।
হসি হসি চুম্বই নাহ নিশঙ্ক।।
রোখই ধনী পোখই রতি রঙ্গ।
সিরজই মনসিজ সমর তরঙ্গ।।
দৃঢ় পরিরম্ভণ অসাহি করই।
তবহু কঠোর নয়নশর ভরই।।
তুহু অতি চতুর সাধসি নিজ কাম।
কামিনী পিয়ামুখ মোছই ঘাম।।
এ তুয়া অধর রমণী শত ঝুট।
কপটহি হাসি বদন করু রূঠ।।
তৈখনে সো মুখ করতহি পান।
পেখল মদনরায় পরমাণ।।
উছলল সুরত সমুদ্র ঝকোর।
জনু ঘনদামিনী নাচয়ে ভোর।।
কহে হরিবল্লভ এ সুখ মাহ।
লোচন মীন করহ অবগাহ।।