“ভাল, ভাল,” বলি নাগর-শেখর
সুবল পানেতে চায়।
“লিখ চিত্রপট হইয়া নিকট
মোর মনে হেন ভায়।।”
আনিয়া কাগত পট করি যুতে
যাহার উপমা নহে।
আনি তুলিকাঠি লিখিতে লাগল
অতি সে সুবল মোহে।।
নানা অবতার মৎস্য কুর্ম্ম আদি
নানা তরু জীব করি।
নানা পক্ষিগণ লিখিল তৈখন
তাহা কি কহিতে পারি।।
মৎস্য কুর্ম্ম আর নৃসিংহ অবতার
বরাহ মূরতি সারা।
বামন শ্রীরাম আর ভৃগুরাম
রোহিণী-নন্দন পারা।।
তিন রাম রূপ লিখিলা স্বরূপ
শ্রীনন্দ যশোদা আদি।
তরুলতা যত লিখিলা বেকত
আর সে যমুনা নদী।।
নানা পক্ষিগণ লেখিলা তৈছন
নানা জীব করি মেলা।
চণ্ডীদাস বলে অতি অপরূপ
আনন্দ রসের খেলা।।