মধুপুরে বসু – দেব ভাবল,
কহেন দৈবকি-আগে।
” * কটি বচন আমার মরমে
সদাই ২ জাগে।।
দুষ্ট কংস লাগি সঙ্কট দেখিয়া
ভয় ভয়ানক চিতে।
সে * * *য়ান কংসের লাগিয়া
রাখিল নন্দের ভিতে ।।
বহু দিন ভেল এ নামকরন
জে হএ জজ্ঞের বিধি।
ত * * জানই বেভাব করন
জেন হএ সব সিধি।।”
কহেন দৈবকি– “সুন বসুদেব
এ কর্ম্ম করাহ গিয়া।
নৃপ * * পনে জাইবে নিপুনে
জেনক নাজানে ইহা।।
কুলপুরহিত গর্গ মুনি ডাক
আনহ গোপথ স্থানে।
তা * * পাঠাই গোকুল (ন)গরে
কংস জেন নাহি জানে।।”
বসুদেব চলে গর্গমুনি-ঘরে
গোপথে বসিলা তোথা।
* * তে লাগল সব বেবরন
জে আছে হিয়ার বেথা। ।
কহে নন্দ জত পুরুব বির্ত্তান্ত
বসিঞা মুনির পাসে।
” * * ভেল এ নাম-করন
নাহি ভেল পরিতোসে।।”
একথা সুনিঞা গর্গ মুনি তবে
কহিতে লাগিলা নন্দে।
“ইহা * * * ত এ নাম -করণ
রাখিব বসি য়ানন্দে।।
জেন কংস ইহা জানিতে না পারে
জাইব গুপথ হয়্যা।
বেকত * * * কি জানি কি হয়ে
এ নাম রাখিব গিয়া।।”
কহে নন্দঘোস– “কি য়ার বলিব
সকল জানহ তুমি।
নাহএ * * * কংস দুরাচার
তারে অতি ভয় মানি।।
নানা সে অসুর পাঠাএ গোকুলে
ছায়াল ধরিবা তরে।
পুতনা * * সি তৃনাবর্ত্ত আসি
প্রবেসি গোকুলপুরে।।
আপনি মরিল ছায়ালের পাস
সে সব সুনিঞা চিতে ।
আর কিবা হএ আপদ জতেক
কহিল তোমার ভিতে।।”
কহে তবে গর্গ — “সুন নন্দঘোস,
তাহার আপদ কিসে।
দেব ভগবান জনম লভিল”
কহেন এ চণ্ডিদাসে।।