মধুর শ্রীবৃন্দাবনে ঋতুপতি বিহরণে
তরুলতা প্রফুল্লিত সব।
ফল ফুলে নম্র ডাল পুষ্পোদ্যান-শোভা ভাল
কোকিল ভ্রমর শিখি রব।।
হোরি রঙ্গে উনমত নানা যন্ত্র চমৎকৃত
গায় বায় বিলসয়ে শ্যাম।
রাই নিজ গৃহে থাকি অনুরাগে ডগমগি
গমন ইচ্ছুক সোই ঠাম।।
সখী সঙ্গে বিনোদিনী কান্তি জিনি সৌদামিনী
তাহে চিত্র অরুণ বসন।
যৈছে চলে পূর্ণচন্দ্র সঙ্গে লৈয়া তারাবৃ্ন্দ
তৈছে ধনী যায় কুঞ্জবন।।
বহুবিধ যন্ত্র সঙ্গে কুঙ্কুম আবির রঙ্গে
নৃত্য গীতে সভার উল্লাস।
মিলল নাগর সঙ্গে আরম্ভিলা খেলা রঙ্গে
নিরখই গোবর্দ্ধন দাস।।