মন্দিরে বসসি চান্দ ফান্দাওসি
তারায় গাঁথসি হার।
বলে জলনিধি অঙ্গুলে মথসি
গণসি পানিক ধার।।
অতএ বড়ি সাহস তোর।
যে রস উপজল নিয়ড়ে রহি গেল
কেহো না পাওল ওর ।।
আচলের বায়ে অচল চালসি
সাগর গণ্ডুষে খাও।
কেনে কুবুধিনী কাল ভুজঙ্গিনী
জিয়ন্তে ধরিতে চাও।।
গগন মণ্ডলে সেজ বিছাওসি
চান্দকে মাগসি কোর।
কুলিশ খসই দশনে ধরসি
এ বড়ি সাহস তোর।।
সুমেরু-শিখর গরবে গিলসি
কাটিয়া থাপসি নীর।
অলপ বয়সে এতেক চাতুরী
জগতে বোলসি ধীর।।
জ্ঞানদাস কহে কাহ্নু সে রাহু
রাই সে নবীন শশী।
ভক্ষ্য সামগ্রী একত্র করিয়া
চমকি রহসি বসি।।