মন দড়াইনু পিরিতের কথা
আর না সুনিব কানে।
তবে জদি সুনি এ পাপ পরানি
তখনি করিব দানে।।
সখি পিরিতি এমনি কাজে।
হাটে বাটে ঘাটে কুলটা খেয়াতি
জগত ভরিল লাজে।।
এসব কলঙ্ক মলয় পঙ্কজ
হিয়াতে রাখিয়া নিলু।
পিরিতি করিএ পরাণ বিকল
ঝুরিয়া ঝুরিয়া মলু।।
বস্যা মাটি খুটি হেসে কান্দা উটি
কি বলিতে কি না বলি।
গুরুজন দেখি ইঙ্গিত করিএ
দুকুলে লাগিল কালি।।
এতেক করিএ জদি না পাইনু
তারা কি রাখিল মনে।
চণ্ডিদাস বলে সকলি সহিলে
পরাণ করহ দানে।।