“মরম-সজনি, কহি এক বাণী
কোথা না পীরিতি থাকে।
সেখানে যাইব তারে নিরখিব
দেখি না কে তারে রাখে।।
যত আছে তাপ বিরহ-সন্তাপ
করিব নিঠুরপনা।
লাগালি পাইলে সুধিব সকল
পরিচিতে হবে জানা।।”
রাধার সক্রোধ পীরিতি উপরে
কহেন মরম-সখি।–
“কোথা না পাইবে তার দরশন
শুনহ কমলমুখি।।”
পীরিতির কথা শুনিল শ্রবণে
কহিতে বিষম মানি।
বেদের বচন ব্যাসের রচন
চণ্ডিদাস ইহা জানি।।