মরি মরি যাই শ্যামের বাঁশীয়া নাগরে।
কুল ছাড়া বাঁশীটি কলঙ্ক হৈল মোরে।।
নিতি নিতি ডাকে বাঁশী রইতে নারি ঘরে।
মরম সন্ধান দিয়ে হৃদয় বিদরে।।
যদি বা বাজারে বাঁশী না হও ত্রিভঙ্গ।
কুলবতীর কুলবত্ব না করিহ ভঙ্গ।।
শাশুড়ী ক্ষুরের ধার ননদিনী জ্বালা।
মরমে মরমের ব্যথা নাহি জানে কালা।।
কালা কালা বলিয়া আসয়ে জগৎ-জনে।
চরণে শরণ নিল না বাসিল ভিনে।।
একে ত অবলা জাতি পরের অধীন।
* * * * *।
নিরমল কুল ছিল তাহে দিনু কালি।
হাতে হাতে মাথে নিনু কলঙ্কের ডালি।।
দ্বিজ চণ্ডীদাস বলে শুন রাজার ঝি।
বাঁশীয়া দংশিল তোমায় আমি করিব কি।।