মাধবি লতাতলে বসি।
চিবুকে ঠেকনা দিয়া বাঁশি।।
তোহারি চরিত অনুমানে।
যোগী যেন বসিলা ধেয়ানে।।
হরি হরি যবে গেলি রাধা।
হাঁচি জিঠি না পড়ল বাধা।।ধ্রু।।
জল গেলে কি করিবে বান্ধে।
নিশি গেলে কি করিবে চান্দে।।
জিউ গেলে কি কাজ শরীরে।
রাধা বিনু কি নন্দকুমারে।।
রাধা রাধা জপে অবিরাম।
না জানি কি হয়ে ঘনশ্যাম।।