মাধব কৈছে মিলব তোহে সোই।
কুলবতীবালা সুলভ নাহি হোই।।
(কৃষ্ণের মিনতি)
এ সখি এ মঝু তনু মন প্রাণ।
যাই কহ তাহে দেয়লু দান।।
(সখীর রসবর্ষণ)
তুহুঁ অতি লোলুপ গিরিবরধারী।
সো ধনী অতি পরবশ পরনারী।।
অতিশয় কুলশীল লাজ ভয় পুঞ্জে।
কেমনে যুকতি তাহে আনব কুঞ্জে।।
এক কুসুমশর বল যদি করয়ে।
তুহু অতি সুকৃত শাখী ফল ধরয়ে।।
তব হাম এ যশ পাওব আজি।
পূরব তোহারি মনোরথরাজি।।
এত কহি আলী চললি যহি বালা।
গহি হরিবল্লভ গুণমণিমালা।।