মাধব মনোরথে বাঢ়ল কাম।
দূতী পাঠাওল শশিমুখী ধাম।
সো ধনী পাশ কহল সব বাতা।
অনুরাগিণী অনুকূল বিধাতা।।
এ সখি শ্যাম সুনাগর রায়।
সো অব তো বিনু ধরণী লোটায়।।
সো রূপমাধুরী সব ভেল আন।
যামিনী বিনু কি চাঁদ পঁহিছান।।
এ ধনি অব জনি করহ বিলম্ব।
সো জীয়ে তোহারি আশ অবলম্ব।।
এতদিনে সংশয় সব ভেল খীন।
তুহু ভেলি সলিল কানু ভেল মীন।।
কহে হরিবল্লভ শুন সুকুমারি।
তুয়া গুণে বিকাওল লুবধ মুরারি।।