মানিনি হাম কহিয়ে তুয়া লাগি।
নাহ নিকটে পাই যো জন বঞ্চয়ে
তাকর বড়ই অভাগি।।
দিনকরবন্ধু কমল সবে জানয়ে
জল তঁহি জীবন হোয়।
পঙ্কবিহীন তনু ভানু শুখায়ত
জলহি পচায়ত সোয়।।
নাহ সমীপে সুখদ যত বৈভব
অনুকূল হোয়ত যোই।
তাকর বিরহে সকল সুখ-সম্পদ
খেনে খেনে দগধয়ে সোই।।
তুহুঁ ধনী গুণবতী বুঝি করহ রীতি
পরিজন ঐছন ভাষ।
শুনইতে রাই হৃদয়ে ভেল গদগদ
অনুমতি করল প্রকাশ।।
জ্ঞানদাস কহ সুন্দরী সুন্দর
মীলল কুঞ্জক মাঝ।
হেরি নয়ন মন সফল করহ সখি
যুগল পরমহি সাজ।।