মুই নারীয়ে কি দোষ কইলু, রে পাগল,
হায়রে নাগর, মুই নারীয়ে কি দোষ কইলু।।
শয্যা না করি’ অভাগী নারী রইলাম পন্থে চাইয়া।
আসিবায় আসিবায় করি’ আমার রাত্রি গেল গইয়া।।
যারে বলি বন্ধু, রে বন্ধু, বন্ধে বাসইন ভিন্‌।
জনম ভরি রইল দুঃখ মোর না পাইলাম গোবিন্‌।।
ঠাকুর পিয়াশা’য় কইন হইয়া বেভুল
হির্‌ছ ভাবি’ ভুলিয়া রইলাম না পাইলাম তোর কূল।।