মুরলী খুরলী তরলি করলি
অবলি অবলা মোয়।
সহিল নহিল পরাণে পশিল
সকলি কহিল তোয়।।
সুধার সরণি অজীব জীবনী
সে মোর গরলে ভরা।
বাদিয়া অনঙ্গ কালিয়া ভূজঙ্গ
চালায়ে দিয়াছে পারা।।
ধরমে করমে সরমে ভরমে
মরমে ভেদিল জ্বালা।
নয়নে বয়নে শ্রবণে ভবনে
ভূবনে ভরিল কালা।।
অলপ অক্ষর মরম অন্তর
সকল গোকুল জানে।
দুখের পুষণ মুখের ভূষণ
শুনি মুরছিয়ে কেনে।।
ত্রিভঙ্গ ললিতে মুরলী সহিতে
সে ধ্বনি শুনিলেই দেখি।
সজল নয়নে রঞ্জন অঞ্জনে
হিয়ার হুতাশে লেখি।।
যৌবন কাননে মদন দহনে
দহিছে দেখিয়া পটে।
পরশুরামের ওপদ অন্তর
সহজে সঙ্কট বটে।।