মোর অপরাধ ক্ষেম যদুনাথ
করিনু এমন কাজ।
তুমি দয়ানিধি দয়া না করিলে
পাব অতি বড় লাজ।।
না জানিয়া যদি কেহ করে দোষ
রোষ পরিহর তুমি।
অহঙ্কার হেতু না জানি বেকত
কি আর বলিব আমি।।
যে জন এ তিন ভুবন-ঈশ্বর
এবে সে জানিল দঢ়।
কপট নিকট ছাড়হ সঙ্কট
আমারে হইল গাঢ় ।।
ব্রহ্মাণ্ড অগাধ বহু বৈদগধ
যাহার ইহাতে গতি।
গুণ শত শত অতি অনুমত
চারি চারি গতি বীতি।।
প্রণয় দুর্ল্লভ সাত গুণ গুণ
চক্র সাই যার হয় ।
নব নব রেখ রেখের উপমা
তাহার সে রস হয়।।
সে রস এ চারু প্রকার আরতি
তুমি সে মুরতি কায়া।
তার এক কলা কলার অংশ
ত্রিকুটি কুটির ছায়া।।
ছায়ার বিম্বুক সামগ্রাহিপর
তাপর জ্যোতিক হেম।
গূঢ় অতিতর তাহার ঈশ্বর
কে জানে ঐছন প্রেম।।
প্রবাহ পল্লব যোগী ফণিবর
মুনির মানস সেই।
এ রস-চাতুরী মধুর পঙ্কজ–
চণ্ডীদাসে মাগে এই।।