মোহন মূরতি কান।
অবলা কি রহে প্রাণ।।
চূড়ার ময়ূরের পাখা।
তাহে ইন্দ্রধনু দেখা।।
তা দেখি রমণী জিয়ে।
নব মধু যেন পিয়ে।।
হাসির হিল্লোলে তারা।
অমিয়া বরিখে ধারা।।
নবীন চাতক যেন।
ঘনরস পিয়ে ঘন।।
চাহনি চঞ্চল শরে।
তারা কি রহিবে ঘরে।।
নব নব বেশখানি।
রহিবে কোন বা ধনী।।
মুরলী অপার গান।
পাষাণ গলিয়া যান।।
সে নব চলন-গতি ।
মদন মোহিত তথি।।
চণ্ডীদাস রূপ হেরি।
মূর্চ্ছিত ধরণী পড়ি।।