যত নারীকুল বিরহে আকুল
ধৈরজ ধরিতে নারে।
রসিক নাগর বুঝিয়া অন্তর
দাঁড়াল যমুনা-ধারে।।
কদম্বের তলে বসি কোন্ ছলে
মৃদু মৃদু বায়ে বাঁশী।
শুনিতে শ্রবণে ব্রজবধূগণে
তাঁহাই মিলল আসি।।
মরণ শরীরে পরাণ পাইল
ঐছন সবহুঁ ভেলি।
বন দাবানলে পুড়িয়া যেমন
অমিয়াসায়রে মেলি।।
চাতকিনীগণ হেরি নবঘন
মনের আনন্দে ভাসে।
জিনি শশধর বদন সুন্দর
চকোরিণী চারি পাশে।।
বিরহে তাপিত ভেল তিরপিত
বরিখে অমিয়ারাশি।
জ্ঞানদাস কহে শ্যামের বদনে
আধ ঈষত হাসি।।