যমুনার তট অতি রম্য স্থল
রতন-বেদিকা তায়।
নানা তরুবর পুষ্প বিকশিত
নানা পক্ষী গুণ গায়।।
তরুগণ যত ফুল ভরে তারা
লম্বিত ধরণী-তলে।
মধু ঝরে কত দেখহ বেকত
মধুকর ভ্রমে ডালে।।
ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি
ফেকম ধরিয়া তারা।
চাতক চাতকী ডাহুক ডাহুকী
হংস জোড়ে ডাকে তারা।।
যমুনার নীরে জলচর চরে
শফরী ফিরিছে তায়।
নানা পুষ্প ফুটে পঙ্কজ দুসারী
মধুকর মধু খায়।।
চণ্ডীদাস কহে— কিবা সুখময়ে
নিভৃত সুচারু বনে।
সেখানে একাকী বৈঠল নাগর
একথা কেহ না জানে।।