যমুনা তীরে, ধীরে চলু মাধব,
মন্দ মধুর বেণু বায়।
ইন্দু বরণ, ব্রজবধু কামিনী,
শয়ন তেজিয়া বনে ধায়।।
অসিত অম্বর, অসিত সরসীরুহ
অতসি কুসুম হিমকর।
ইন্দ্র নীলমণি, উদরে মরকত,
শিখি চূড়া অহিবর।।
গোধূলি ধুসর বিশাল বক্ষস্থল
গো ছাঁদ রজ্জু করে।
দেখি অপরূপ রূপ মনোহর,
জ্ঞানদাসের জ্ঞান হবে।।