যশোদা রোহিণী সকল গোপিনী
দেখিঞা পুছই কথা।
বধূর করেতে ধরি আচম্বিতে
কি লাগি আইলে হেথা।।
জটিলা কুটিল কহিল সকল
ধরি সুবলের হাথে।
নন্দের কুমার বনের ভিতর
দেখিলাম বধূর সাথে।।
তখনি সুবল হাসি খল খল
করল আপন সাজ।
যশোদার মন আনন্দে মগন
জটিলা পাইল লাজ।।
পবন গমনে আইল ভবনে
হৃদয়ে রহল ধন্দ।
আস্য আস্য বলে চরণ পাখালে
বিনোদিনী দীনবন্ধু।।