রস-ভরে মন্থর লহু লহু চাহনি
কি দিঠি ঢুলাওনি-ভাঁতি।
গরল মাখি হিয়ে শেল কি হানল
জরজর করু দিন-রাতি।।
সজনী ইথে লাগি কান্দয়ে পরাণ।
কত কত জনম- কলপ-ফলে মীলল
দিঠি ভরি না হেরলুঁ কান।।
কত যে অমিয়া প্রতি- বচনে উগারই
কুলবতি-মোহন-মন্ত।
সো হিয় লাগি রজনি-দিন জারই
উহি উহি জিউ করু অন্ত।।
নিশি-দিশি সোঙরি সোঙরি চিত আকুল
ও গতি আধ-আধ পায়।
হঠ করি মরমে মরমে মঝু পৈঠল
কহ সখি কোন উপায়।।
কিবা দেই চন্দন- তিলক বনাওল
সো ভেল হৃদয়ক ফাঁদ।
বলরাম দাস কহ অব আর না রহ
কুলজা-কুল-মরিজাদ।।