মোরে লও সঙ্কট উদ্ধারী বন্ধু প্রেমিকের কাণ্ডারী। ধু
চাইনারে তোর দালান কোঠা, চাইনা ঘরবাড়ী।।
প্রেম ভিক্ষা দেও প্রাণনাথ, আমি দুই চরণে ধরি রে বন্ধু।।
জল ভরি সারি সারি গেলা সব পরি, খালি কুম্ভ কাঙ্খে লইয়া আমি যমুনাতে ফিরি।।
যদি না দেও কলসি ভরি, দেওরে হিয়ায় ছুরি; সরম হনে মরণ ভাল, আমি জলের ঘাটে মরি।।
আঙ্খির জলে পাষাণ গলে দিবানিশি ঝুরি,
পাগল আরকুম বলে দুক্ষ নাই দিলে, যদি কলসি ভরি মরি রে, বন্ধু ।।