মোরে উপেখিল শ্যাম সুনাগর
এ সব শুনিলুঁ কানে।
দুরাশা বিরোধী হৈয়া নিরবধি
তথাপি দগধে মনে।।
সখি হে দঢ়াইলু এই সার।
সো হরি দুর্ল্লভ না হয় সুলভ
মরণ সে প্রতিকার।।
কালিন্দী গম্ভীর জলের ভিতর
প্রবেশ করিব আমি।
তবে সে পিরিতি রহয়ে কিরিতি
নিচয়ে জানিহ তুমি।।
এ মতে রাধিকা ব্যাকুলা অধিকা
ভাবের তরঙ্গে ভাসে।
অনুরাগী মন ধৈর্য্য গেল ভণ
এ যদুনন্দন দাসে।।