যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি
রোহিণীরে ডাকিয়া শুধায়।
গোপালে রাখিয়া ঘরে মো গেলাম যমুনার নীরে
প্রভাতে সে দুধ নাহি খায়।।
যে কানু ক্ষুধার তাপে তিলেক না ছাড়ে মাকে
বসন ধরিয়া কান্দে কাছে।
দলিত অঞ্জনে জিনি ননি ছানি তনুখানি
ক্ষুধায় মলিন হয়ে পাছে।।
রোহিণী বহিণি যা হেদে গো শ্রীদামের মা
এ পথে দেখেছ যাদু মোর।
তাহে এক বিপরীত দেখিতে না পাই পথ
কাল হইল লোচনের লোর।।
ঘরে ঘরে শুধাইতে পদচিহ্ন পাইয়া পথে
সকরুণ নয়ানে নেহারে।
আহা মরি হায় হায় মুরছিঞা পড়ে তায়
কান্দে পদচিহ্ন করি কোরে।।
মায়ের করুণামতি দেখিঞা সে যদুপতি
আসিঞা মিলিলা কুতূহলে।
দ্বিজ ভগীরথে আসি যশোদাকে দেল ডাকি
বাহু পসারিয়া লেহ কোলে।।