যে জন গৌরাঙ্গ ভজিতে চায়।
সে শরণ লউক নিতাইচাঁদের
অরুণ দুখানি পায়।
নিতাই চাঁদেরে যে জন ভজে।
সংসারতাপের শিরে পদ ধরি
অমিয়া সাগরে মজে।।
নিতাই যাহার হিয়ে।
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সুধানিধি
মানস ভরিয়া পিয়ে।।
যে নিতাই বলিয়া কাঁদে।
জ্ঞানদাস কহে গৌরপদ সেই
হিয়ার মাঝারে বাঁধে।।