“যে পদ যোগীরা জপে নিরন্তর
অনন্ত না জানে রীতি।
মুনি-অগোচর যে সুখ-সম্পদ
তাহা না পাইল ইতি।।
আর কি ইহাকে আছে কত ধন
বিকাল পশরা মোর ।
ও রাঙ্গা চরণে দধি-দুগ্ধ যত
বিকাইল সব মোর।।
কামনার ফল এই নীপ-মূলে
সকল হইল বিকি।
আমার করমে এই সে সকলি
তোরা যাহ যত সখী।।”
গদ্‌গদ বাণী কহে বিনোদিনী
নয়নে গলয়ে ধারা।
কুম্‌কুম চন্দন যে ছিল লেপন
ভাসিয়া চলিল তারা।।
মোহে লোহে আঁখি পুলক-কদম্ব
যেমন যমুনা বহে।
তেন আঁখি ভরি লোর বহি চলে
দ্বিজ চণ্ডীদাস কহে।।