রাইর বচনে উলসিত মনে
না-খানি আনিল তটে।
সহচরি মেলি দিঞা হুলাহুলি
আসিঞা নামিল ঘাটে।।
ধনী রঙ্গিয়া বড়াই সাথে।
নাএর উপরে চাপিল সকলে
ধরিঞা শ্যামের হাথে।।
অঙ্গের পরশে রসের আবেশে
অবশ দোঁহার গা।
রসের পাথারে যাইঞা সাঁতারে
টলবল করে লা।।
ভয়ে সখীগণ মুদিল নয়ন
ঝাঁপিল যুগল করে।
কাঁপিতে কাঁপিতে ধনী আচম্বিতে
ধরিল শ্যামের গলে।।
রসিক নাগর করিঞা আদর
ধরিল হিয়ার মাঝে।
ঘাঘর ঘুংঘুর রতন নূপুর
মধুর মধুর বাজে।।
ভাসিঞা ভাসিঞা তরণী আসিঞা
লাগিল নদীর তটে।
সহচরি মেলি নাগর নাগরী
নাহিঞা উঠিল ঘাটে।।
দধি ক্ষীর সর আনিঞা সকল
ভোজন করিল সুখে।
দীনবন্ধু দাস লঞা অবশেষ
তাম্বুল যোগায় মুখে।।